বাগেরহাট-৩

চতুর্থবারের মতো এমপি হলেন নৌকার হাবিবুন নাহার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

নৌকা প্রতীক নিয়ে তিনি এ আসন থেকে পেয়েছেন ৭৫ হাজার ৯৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার পেয়েছেন ৫৮ হাজার ২০৪ ভোট।

সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা রোববার (৭ জানুয়ারি) রাতে এতথ্য নিশ্চিত করেন।

রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, মোংলা-রামপালে ভোট পড়েছে ৫৯ শতাংশ। এখানে মোট ভোটার দুই লাখ ৫৪ হাজার ৮৯৫। এ আসনে আওয়ামী লীগের নৌকা ও একই দলের স্বতন্ত্র প্রার্থীসহ সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।