রাজাপুরে মাদরাসার বেহাল দশায় ভোগান্তিতে শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৫:২৬ এএম, ০৬ এপ্রিল ২০১৬

ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা হালিমা খাতুন বালিকা দাখিল মাদরাসা শ্রেণি কক্ষ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। মাদরাসা চত্বরের মধ্যে কাঠের মসজিদটি গাছ পড়ে ভেঙে গেছে। মাদরাসার দক্ষিণ পাশের চারটি শ্রেণি কক্ষ বিশিষ্ট টিন কাঠের ঘরটি জরার্জীর্ণ অবস্থায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে রয়েছে। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, চারদিক ঘেরা মহিলা মাদরাসার ঠিক মধ্যস্থানে ছোট একটি মাঠ রয়েছে। যেখানে সামান্য বৃষ্টি হলেই পানি জমে ডুবে যায়। কয়েকদিনের বৃষ্টির পানি জমা হওয়ায় শিক্ষর্থীরা মাঠে শরীর চর্চা পর্যন্ত করতে পারছে না।

ওই মাদরাসার সুপার মাও. মো. রুস্তুম আলি জানান, উপজেলা সদর থেকে এ মাদরাসাটি প্রায় ১০ কিলোমিটার পশ্চিম দিকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত। নারী উন্নয়নের ডিজিটাল সময়ে এ মাদরাসায় ২ শতাধিক ছাত্রী লেখাপড়া করছে। মাদরাসার মাঠ ভরাটসহ নানা সমস্যা প্রতিকারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ওই মাদরাসার ছাত্রী, শিক্ষক ও অভিভাবক মহল।
 
আতিকুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।