সাতক্ষীরা-৪

১ লাখ ৩৬ হাজার ভোট পেয়ে নৌকার আতাউল হক দোলনের জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ৮৮ ভোট।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ১০টা ২০ মিনিটে এ ফলাফল ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নাজিমুল আলম এবং কালিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অনুজ গাইন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, অন্যান্য প্রার্থীর মধ্যে তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী সোনালী আশ প্রতীকে ৫০৯ ভোট, জাতীয় পার্টির মো. মাহবুবুর রহমান লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৩৩৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান কাচি প্রতীকে ৫৮২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম ডাব প্রতীকে ১ হাজার ৩২ ভোট এবং এনপিপির শেখ ইকরামুল আম প্রতীকে ৪৯৩ ভোট পেয়েছেন।

আহসানুর রহমান রাজীব/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।