নারায়ণগঞ্জ-৫

টানা তিনবারের মতো বিজয়ী হলেন সেলিম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৪৩ এএম, ০৮ জানুয়ারি ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এ কে এম সেলিম ওসমন। তিনি ১ লাখ ৫২ হাজার ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হন।।

এ নিয়ে সেলিম ওসমান টানা তিনবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী এ এম এম একরামুল হক পেয়েছেন ৩ হাজার ৭৩৩ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৩. ৫৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

নারায়ণগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন। নারী ২ লাখ ৪৫ হাজার ২৬ জন, পুরুষ ২ লাখ ৪৯ হাজার ৩৬৮ জন এবং তৃতীয় লিঙ্গ ৬ জন।

মোবাশ্বির শ্রাবণ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।