লক্ষ্মীপুর-৪

নৌকাকে হারিয়ে ঈগলের আব্দুল্লাহ বিজয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:১৩ এএম, ০৮ জানুয়ারি ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ। তিনি ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৮১০ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ২৩.৬৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। লক্ষ্মীপুর-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৬৩৪ জন। আসনটির ১২১টি ভোটকেন্দ্রের ৮৮৪টি ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

বিজয়ী আব্দুল্লাহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসনটির সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে নৌকা প্রতীকে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ ইনু) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। তিনিও এ আসনের সাবেক সংসদ সদস্য।

কেকে/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।