ভোটারদের নবনির্বাচিত এমপি সোহাগ
‘আমার পেছনে নয়, আমিই আপনাদের পেছনে ছুটবো’
বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, এ বিজয় আমার না, এ বিজয় জননেত্রী শেখ হাসিনার বিজয়। উন্নয়নের ধারাবাহিকতার বিজয় হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) সকালে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মী ও উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি একথা বলেন।
সোহাগ বলেন, ‘আমার পেছনে আপনাদের ছুটতে হবে না, আমিই আপনাদের পেছনে ছুটবো। আমি এ মাটির সন্তান। তাই আমি আপনাদের চাওয়া-পাওয়া অনুভব করি।’

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বিপুল ভোটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ। এক লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র পার্থী জামিল হোসাইন পেয়েছেন পাঁচ হাজার ৩৭৬ ভোট।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
মোরেলগঞ্জ-শরণখোলা এ দুই উপজেলায় মোট ভোটার তিন লাখ ৫৩ হাজার ৩১৪ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন সাতজন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এসআর/এমএস