লালমনিরহাটে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:২১ এএম, ১০ জানুয়ারি ২০২৪

লালমনিরহাটে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) জেলার রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় লালমনিহাটের জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন শিশু-বৃদ্ধসহ নিম্ন আয়ের মানুষ। গত তিনদিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পুরো এলাকা। মহাসড়কে হেডলার জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এদিকে সকাল সাড়ে ১০টায়ও সূর্যের দেখা মেলেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর তীরের মানুষ জীবন যাপন করছেন।

লালমনিরহাটে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

ফকিরপাড়া এলাকার ভ্যানচালক আসাদুল ইসলাম বলেন, গত তিনদিন ধরে প্রচুর শীত। এ শীতে কেউ ঘর থেকে বের হয় না। তাই ভাড়াও খুঁজে পাচ্ছি না।

লালমনিরহাটে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, তিস্তা নদীবেষ্টিত এ ইউনিয়নের বেশিরভাগ মানুষ হত দরিদ্র। প্রতি বছর এ ইউনিয়নের অসংখ্য মানুষ ঠান্ডায় কষ্টে দিন পার করছেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বিতরণের প্রস্তুতি চলছে। খুব দ্রুত তা বিতরণ করা হবে।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।