ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১০ জানুয়ারি ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে অন্তত অর্ধকোটি টাকার।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা মোড়ে ডা. সন্তোষ দাসের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মার্কেটটিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজেন্সি অফিস আছে। অগ্নিকাণ্ডে অফিসের গুরুত্বপূর্ণ অনেক পার্সেল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া মার্কেটে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান, দুটি বিকাশের দোকান, একটি ইলেকট্রনিকের দোকান, দুটি মুদিদোকান, একটি কনফেকশনারির দোকান ও একটি নতুন অটোরিকশা সম্পূর্ণ পুড়ে যায়। আশপাশের বেশ কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

jagonews24

খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।