শার্শায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:০৩ এএম, ১১ জানুয়ারি ২০২৪

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান খাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) একই উপজেলার চন্দ্রপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জামাল বেপারির ছেলে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি আনছার আলী বেপারি মামলাটি করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আব্দুল অহেদ।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি ওবাইদুর রহমান শার্শা উপজেলার এক নম্বর ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের বিপক্ষে অর্থের লোভে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করেন।

গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন নিজ বাড়িতে বসে ফেসবুকে রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেন তিনি। বক্তব্যে তিনি লেখেন, ‘২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ভোট জালিয়াতি করে পুলিশ দারোগা ম্যানেজ করে জয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে সরকার পুকুর চুরি করেছিল। এবারের নির্বাচনে সাগর চুরি করেছে। নির্বাচন কমিশনার পঙ্গু, এটা কিসের ভোট, আমরা ভোট বর্জন করেছি। নিজেরা ভোট মেরে ৬৫% কাস্ট হয়েছে বিশ্বকে দেখানোর জন্য। ভোটারবিহীন নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে দেশ ধ্বংস করছেন এবং আপনি দেশ চালাতে পারবেন না। সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিন। মাননীয় এমপি গুন্ডা পোষেণ, সব মানুষ মেরে জিম্মি করেন। জামায়াত-বিএনাপি নির্বাচনে আসে না, আপনার দেওয়া ভোট সুষ্ঠু হয় না।’

আসামি তার বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশনার, এমপি, পুলিশকে জনগণের কাছে হেয় করার উদ্দেশ্যে বিদ্বেষ ছড়িয়ে রাষ্ট্রদ্রোহিতার সামিল অপরাধ করেছেন। বিষয়টি মামলার বাদী আনছার আলী বেপারীর নজরে আসায় তিনি রাষ্ট্রবিরোধী এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেওয়ায় তিনি এই মামলা করেছেন।

জামাল হোসেন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।