মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১১জানুয়ারি) সকাল ৬টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজারের মাঝের গলিতে অগ্নিকাণ্ডে এসব দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোতে কাপড়, প্লাস্টিকসহ মুদি পণ্য সামগ্রী বেচাকেনা হতো।

jagonews24

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জাগো নিউজ জানান, খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে প্রায় ৭৪ লাখ টাকার মালামাল পুড়ে যায় গেছ। তবে কিভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।