৪ দিনেও সূর্যের দেখা নেই লালমনিরহাটে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমিনরহাট
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

টানা চারদিন ধরে কুয়াশার চাদরে ঢাকা সীমান্তবর্তী লালমনিরহাট। হিমেল হাওয়া আর ঠান্ডায় কাঁপছে এ অঞ্চলের মানুষ। দেখা মিলছে না সূর্যের। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাত ও দিনে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ। ঠান্ডায় কাজে যেতে না পেরে অনেকটা সংকটে পড়েছেন নিম্নআয়ের দিনমজুর ও শ্রমিকরা। ঠান্ডা বাতাসে ঘরে থাকা দায় হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষদের।

৪ দিনেও সূর্যের দেখা নেই লালমনিরহাটে

ঘন কুয়াশা আর ঠান্ডায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা ও আলুক্ষেত। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ঠান্ডায় কষ্ট পাচ্ছে গরু-ছাগল। প্রাণীগুলোর শীতজনিত রোগের আশঙ্কা করা হচ্ছে।

৪ দিনেও সূর্যের দেখা নেই লালমনিরহাটে

পাটগ্রাম উপজেলার বউরা ইউনিয়নের ফকর উদ্দিন (৬০) বলেন, ‘শীততো আমাদেরই বেশি লাগে। এ শীতে কোথাও বেড়াইতে পারি না। বসে বসে আগুন তাপা ছাড়া কোনো উপায় নেই।’

৪ দিনেও সূর্যের দেখা নেই লালমনিরহাটে

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, শীতে দহগ্রাম-আঙ্গোরপোতার ছিন্নমূল মানুষ কষ্টে আছে। তিস্তা নদীবেষ্টিত হওয়ায় এখানে শীতের তীব্রতা বেশি। তবে সরকারিভাবে কোনো শীতবস্ত্র এখনো আসেনি।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, জেলায় এরইমধ্যে ২৪ হাজার পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুদের জন্য ৫০ হাজার পিস জ্যাকেট ও সোয়েটারের চাহিদা দেওয়া হয়েছে। বরাদ্দ এলে তা দ্রুত বিতরণ করা হবে।

রবিউল হাসান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।