পঞ্চগড়ে হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৪

পঞ্চগড়ে নেই শৈত্যপ্রবাহ। তবে চারদিন ধরে মেঘলা আকাশ ও কুয়াশার কারণে ঠিকমত দেখা মেলেনি সূর্যের। একইসঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা কমে যাওয়ায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে সর্বত্র।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন ১১ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

আবহাওয়া কর্মকর্তাদের তথ্যমতে, বৃহষ্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক দুই ডিগ্রি। দিনের তাপমাত্রা আরও কমে রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি। বুধবার দিনের তাপমাত্রা ছিল ১৬ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।

PN-(2).jpg

এদিকে মঙ্গলবার থেকে রাতে ঘনকুয়াশা আর দিনে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকছে। ঠিকমত সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা যেন বেড়েই চলেছে। শুক্রবারও দিনভর সূর্যের দেখা মিললেনি। শিরশির বাতাসে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। সকালে কাজে যেতে পারছেন না নিম্ন আয়ের মানুষ।

তেঁতুলিয়া উপজেলার সদরের দর্জিপাড়া এলাকার চা শ্রমিক জয়নাল আবেদীন বলেন, আমরা ভোর থেকে চা বাগানে কাজ করি। আমাদের অবস্থা খুব খারাপ। ঠান্ডার কারণে হাত পা অবশ হয়ে আসে। ঠিকমত কাজ করতে পারি না। হাত দিয়ে কোন কিছু ধরা যায় না। আঙুলে ব্যাথা করে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বর্তমানে শৈত্যপ্রবাহ নেই। তবে দিনে মেঘাচ্ছন্ন আকাশ আর রাতে ঘনকুয়াশা থাকছে। চারদিন ধরে সূর্যের উত্তাপ নেই কিন্ত বাতাস রয়েছে। কুয়াশার সাথে আট থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীতের প্রকোপ বেড়েছে।

সফিকুল আলম/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।