চাঁদপুরে কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪

চাঁদপুর জেলা কারাগারে বজলাল পাটিকর (৬২) নামে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। বজলাল পাটিকর চাঁদপুরের কচুয়া উপজেলার করৈয়া গ্রকমের রাখাল চন্দ্র পাটিকরের ছেলে।

CH-(1).jpg

জেলা কারাগারের জেলার মুহাম্মদ মুনীর হোসাইন জাগো নিউজকে জানান, গত বছরের ২৮ ডিসেম্বর হত্যা মামলায় তাকে কারাগারে নিয়ে আসা হয়। তিনি আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সকালে তিনি অসুস্থ বোধ করলে কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক সবুজ মৃত ঘোষণা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, হাসপাতালে আমি মরদেহ সরজমিনে পর্যবেক্ষণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

শরীফুল ইসলাম/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।