লক্ষ্মীপুরে ফার্মেসিসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪

লক্ষ্মীপুরের রামগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় দুটি ফার্মেসি ও অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে খাবার তৈরি করায় একটি চাইনিজ রেস্তোরাসহ চার প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রামগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

kk-(2).jpg

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় পাল মেডিকেল হলেকে পাঁচ হাজার, ফেমাস মডেল ফার্মেসিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সময়ে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে খাবার তৈরি করায় চাইনিজ রেস্তোরা ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় শেখ ডিপার্টমেন্টাল স্টোরকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নুর হোসেন জাগো নিউজকে বলেন, অভিযানে অনিয়ম পাওয়ায় চার প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।