চিতলমারীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪

বাগেরহাটের চিতলমারীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে চিতলমারীর কুনিয়া কলাতলা ইউনিয়ন ভূমি অফিসের সামনে ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহন থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন মোংলা উপজেলার কুমারখালী গ্রামের মৃত জালাল জমাদ্দারের ছেলে ইব্রাহিম জমাদ্দার (২৭) ও একই গ্রামের মৃত সুলতান ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৬)।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জান যায় ঢাকা থেকে মাদকের একটি বড় চালান নিয়ে দুই মাদক কারবারি যাত্রীবেশে মাদক নিয়ে পিরোজপুর আসছেন। পরে কলাতলা ইউনিয়ন ভূমি অফিসের সামনে ওই বাসে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের কাছে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে ছয় প্যাকেটে মোট ছয় কেজি ও একটি বাজারের ব্যাগে চারটি প্যাকেটে চার কেজি গাঁজাসহ মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় ও বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে মঙ্গলবার রাতে মাদক নিয়ন্ত্রণ আইনে চিতলমারী থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।