বগুড়ায় ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২৪

বগুড়ার ধুনট উপজেলায় নৌ পথে অবৈধভাবে পাচারকালে ৩০ কেজি ওজনের ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার যমুনা নদীর ভান্ডারবাড়ি ঘাট এলাকা থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর খাসরাজবাড়ি চর এলাকার ঘাট থেকে নৌকায় করে ৪০ বস্তা চাল আনা হয়। পথিমধ্যে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ঘাটে চালের বস্তাগুলো নৌকা থেকে নামিয়ে ভটভটি বোঝাই করতে থাকে পাচারকারী চক্র।

এসময় চালের বস্তাগুলো দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে নদীর তীরে ৪০ বস্তা চাল ফেলে রেখে পাচারকারীরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।