মোহনগঞ্জে ছয় মাস পর অপহৃত কিশোরী উদ্ধার


প্রকাশিত: ১০:৪২ এএম, ০৭ এপ্রিল ২০১৬

অপহরণের ছয়মাস পর নেত্রকোনার মোহনগঞ্জে এক কিশোরীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ সরকার।

এসআই নারায়ণ সরকার জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করচাপুর বাজার থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
 
গত বছরের ৯ সেপ্টেম্বর উপজেলার করচাপুর গ্রামে নিজ ঘর থেকে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশি রবি চন্দ্র দাসের ছেলে খলিল চন্দ্র দাস। অপহরণের পর কিশোরীর বাবা গত ১১ সেপ্টেম্বর মোহনগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। খলিলসহ মামলায় ছয়জনকে আসামি করা হয়।

উদ্ধার হওয়া কিশোরীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার এসআই নারায়ণ সরকার।

কামাল হোসাইন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।