বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

বগুড়ার শেরপুরে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত থেকে শুরু করে শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১২ দশমিক পাঁচ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জাগো নিউজকে বলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের প্রথমদিনেই পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, সেবনকারী, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।