ফরিদপুরকে উন্নয়নের জোয়ারে ভাসাবো: প্রাণিসম্পদমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২০ জানুয়ারি ২০২৪

প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ফরিদপুরকে উন্নয়নের জোয়ারে ভাসাবো। প্রধানমন্ত্রীর দুয়ারে আমি গেলে খালি হাতে ফিরব না। সুতরাং এ ফরিদপুরকে অনিন্দ্য সুন্দর করে গড়ে তুলবো।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের আলীপুরে মুজিব সড়কে জেলা আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। জয়ের অনেক কৌশলও আছে। মানুষ যেখানে বঙ্গবন্ধু কন্যাকে ভালবেসে নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল সে সময় সারাদেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার জন্যে স্বতন্ত্রকে সুযোগ দেওয়া হয়। কিন্তু আমার একটা পরিসংখ্যান আছে। এ পরিসংখ্যানের কথা জাতীয় নির্বাহী কমিটির সভায় বলবো। যারা অর্থহীন স্বতন্ত্র ছিলেন তারা বিজয়ী হতে পারেননি। যারা যেখানে বিজয়ী হয়েছেন অর্থের পাহাড় ঢেলে বিজয়ী হয়েছেন। তারা প্রার্থী হিসেবে বিজয়ী হননি, অর্থই তাদের বিজয়ী করেছেন।

ফরিদপুরকে উন্নয়নের জোয়ারে ভাসাবো: প্রাণিসম্পদমন্ত্রী

তিনি উদাহরণ টেনে বলেন, আমার এলাকায় ৯২ কোটি টাকা খরচ করেছে স্বতন্ত্রপ্রার্থী। ৫০ হাজার মানুষকে বিকাশ করে টাকা দেওয়া হয়েছে। প্রায় জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ভিড়িয়েছে।

দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সৎভাবে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ করে দেব। কিন্তু কোনো বদনাম যেন না আসে। চাঁদাবাজি যেন না হয়। এদিক ওদিক হলে আব্দুর রহমানকে আপনারা পাবেন না।

জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সময় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, মাঈনুদ্দিন আহমেদ মানু, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র অমিতাভ বোস ও ঝর্ণা হাসানসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।