ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২০ জানুয়ারি ২০২৪

লিবিয়ার বেনগাজী শহরের আরবান এলাকায় দালালের খপ্পরে আটকে থাকা চাঁদপুরের যুবক ইব্রাহিম ফকিরের (৩৯) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক ১টার সময় মারা যান তিনি। ইব্রাহিমের বাড়ি কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে। তার পিতার নাম নুরুল ইসলাম। এ ঘটনায় পরিবারসহ পুরো গ্রামে শোকের মাতম বইছে।

ইব্রাহিমের স্ত্রী রোজিনা বলেন, দালাল চক্রের সদস্য খোরশেদ আলম আমার স্বামীকে ইতালি নেওয়ার কথা বলে প্রায় এক বছর আগে লিবিয়া নিয়ে যান। কাজ না দিয়ে আমার স্বামীকে আটকে রেখে টাকার জন্য নির্যাতন করের। তাদের নির্যাতন ও মারধরের কারণে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শুক্রবার আমাদের গ্রামের আব্দুল হাকিম মুঠোফোনে নিশ্চিত করেন। আমি আমার স্বামীকে দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, যুবকের মৃত্যু

এদিকে লিবিয়ায় দালালের খপ্পর থেকে দুইমাস আগে চাঁদপুরের কচুয়ায় ফেরত আসেন কবির হোসেন। তিনি জানান, দালালের কাছে আটকে থাকায় আমার চাচা ইব্রাহিম ফকির অনেক কষ্ট পেয়েছেন। মর্মান্তিক নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি মারা যান।

পালাখাল মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন মোল্লা জাগো নিউজকে বলেন, দালালের খপ্পরে অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে। ইব্রাহিমের মরদেহ দেশে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

চাঁদপুর পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, ইব্রাহিমের মরদেহ দেশে আনতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। দালাল চক্রের খোরশেদ আলম ছাড়াও আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে। মামলার তদন্ত চলমান।

শরীফুল ইসলাম/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।