বগুড়ায় দুই ক্লিনিক ও ব্লাড ব্যাংককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৫০ এএম, ২২ জানুয়ারি ২০২৪

বগুড়ায় অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালের কার্যক্রম পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়।

রোববার (২১ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন কার্যালয় যৌথ এই অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয় সূত্র জানায়, শহরের কানুছ গাড়ি এলাকার মা ফাতেমা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক ও শতদল কমিউনিটি হাসপাতালের কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই সেখানে হাসপাতালের কার্যক্রম, অস্ত্রোপচার এবং রোগনির্ণয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, নার্স, ল্যাব সহকারী ও দক্ষ টেকনিশিয়ান ছিল না। এজন্য মা ফাতেমা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কর্তৃপক্ষকে ২ লাখ ও শতদল কমিউনিটি হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়৷

বগুড়ায় দুই ক্লিনিক ও ব্লাড ব্যাংককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

এছাড়াও ঠনঠনিয়া এলাকার সেবা ব্লাড ব্যাংকে অভিযান চালানো হয়। তাদেরও কার্যক্রম পরিচালনার কোনো অনুমোদন ছিল না। সেখানে ফ্রিজ থেকে মেয়াদের তারিখ ছাড়া রক্তের ১০টি ব্যাগ উদ্ধার করা হয়। এইসব কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠান জরিমানার টাকা পরিশোধ করলে সিলগালা দিয়ে বন্ধ করা হয়৷

বগুড়ায় দুই ক্লিনিক ও ব্লাড ব্যাংককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, বেসরকারি ক্লিনিক দুইটি অনুমোদন ছাড়াই চলছিল। এ ছাড়া সেখানে দক্ষ জনবল ছাড়াই অবৈধভাবে রোগনির্ণয় কার্যক্রম চলছিল। সেখানে নিজস্ব কোনো চিকিৎসক ও দক্ষ নার্স ছিল না। এসব অপরাধে অর্থদণ্ড ছাড়াও প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়। এছাড়াও ব্লাড ব্যাংকে নানা অনিময় থাকায় সেখানেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক ও র্যাব-১২ বগুড়ার সদস্যরা সহযোগিতা করেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।