১১তলা ভবনের ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২২ জানুয়ারি ২০২৪

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার-২ এর ছাদ থেকে পড়ে ফিরোজা বেগম (৫২) নামে এক চক্ষু বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।

নিহত চিকিৎসক ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ফ্ল্যাটের লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের স্বামী ডা. নিরঞ্জন কুমার দাস দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।

সোমবার সকালের দিকে ফিরোজা বেগম ওয়াসিত্ব টাওয়ারের ১১তলার ছাদে হাঁটাহাঁটি করছিলেন। এক পর্যায়ে ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এ সময় মরদেহের মাথা থেকে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তথ্য ও কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়টি তদন্ত করা হচ্ছে, পরবর্তীতে জানানো সম্ভব হবে।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।