নওগাঁ

মঙ্গলবার বন্ধ প্রাথমিক বিদ্যালয়, খোলা মাধ্যমিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৪

চলমান শৈত্যপ্রবাহের ফলে নওগাঁর জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। পরপর টানা দুদিন সারাদেশের মধ্যে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবারও জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। এ অবস্থায় আগামীকাল জেলার প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে খোলা থাকছে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।

সোমবার সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রাথমিক পর্যায়ের সব স্কুল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, মঙ্গলবার মাধ্যমিকের স্কুল খোলা থাকবে। কারণ হিসেবে তিনি বলেন, শীত মৌসুমে ভোররাতের দিকে তাপমাত্রা কিছুটা কমে আসে। তখন হয়তো তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। তবে আমাদের স্কুল শুরু হয় সকাল ১০টায়। সেসময় তাপমাত্রা পরিমাপ করলে দেখা যাবে ১২ বা ১৩ ডিগ্রি। এখন সকাল ৬টার তাপমাত্রা দেখেতো আর স্কুল ছুটি দেওয়া যায় না।

লুৎফর রহমান বলেন, স্কুল ছুটির ক্ষেত্রে তাপমাত্রা যদি সারাদিনই ১০ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে থাকে, সেইসঙ্গে কুয়াশাচ্ছন্ন আকাশ, জোরে বাতাস বয় এরকম যদি পরিস্থিতি হয় তবে ছুটি দেবো। আবহাওয়ার পূর্বাভাসে যদি বলা হয়, আগামীকাল সূর্য উজ্জ্বল থাকবে, দিনের তাপমাত্রা আজকে যা ছিল ২৩ ডিগ্রি সেটাই থাকবে।

তিনি আরও বলেন, আমাদের স্কুল চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তখন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে থাকে না। এছাড়া ঢাকা থেকে দেওয়া আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে দেখলাম সর্বনিম্ন তাপমাত্রা ১৩ এবং সর্বোচ্চ ২৩ ডিগ্রি থাকবে। এজন্য স্কুল খোলা থাকবে।

নওগাঁয় সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অধিকাংশ স্কুলে কমেছে শিক্ষার্থীর উপস্থিতি। পরিস্থিতি বিবেচনায় গত বুধ-বৃহস্পতিবার জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও খোলা ছিল মাধ্যমিক বিদ্যালয়। এরপর রোববার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা ছিল। বিষয়টি নিয়ে অভিভাবকরা ক্ষোভ জানালে সোমবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় জেলা শিক্ষা অফিস।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মশিউর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।