ব্রাহ্মণবাড়িয়া

কৃষি জমি থেকে মাটি উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রির অপরাধে চারজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এলেম ভূঁইয়া, মৃত আব্দুল হাদিসের ছেলে আব্দুল আওয়াল, আকরাম আলীর ছেলে সফিকুল ইসলাম ও ঢাকার সাভারের রফিকুল সরকারের ছেলে আসিফ।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোশারফ হোসেন জানান, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে কৃষি জমি নষ্ট করা হচ্ছিল। তাই চার জনকে আটক করে তাদের দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ভেকু মেশিন জব্দ করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।