ষষ্ঠ দফায় বান্দরবানের পাঁচ ইউপিতে নির্বাচন


প্রকাশিত: ০২:৪৪ এএম, ০৮ এপ্রিল ২০১৬

বান্দরবানের পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ষষ্ঠ দফায় । ভুল তথ্য ও ভোটার তালিকায় জটিলতা থাকায় ওই সব ইউনিয়নে নির্বাচন তৃতীয় দফায় না হয়ে ষষ্ঠ দফায় হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন আরও জানায়, বান্দরবানের ২৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩ এপ্রিল। তবে ওই তারিখে অনুষ্ঠিত হচ্ছে না বান্দরবান সদর উপজেলার একটি এবং আলীকদমের চারটি ইউনিয়নের নির্বাচন। ভোটার তালিকা বিন্যাসে গরমিল থাকার কারণে আলীকদমের চার ইউনিয়নের নির্বাচন তৃতীয় দফায় না হয়ে ষষ্ঠ দফায় হবে। এছাড়াও কুহালং ইউপি কমিশনের তৃতীয় ও চতুর্থ দফায় ঘোষিত তফসিল থেকে বাদ পড়ে যাওয়ায় কুহালং ইউনিয়নের নির্বাচয় হবে ষষ্ঠ দফায়।

আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ণ চাকমা বলেন, ভোটার তালিকা বিন্যাসে গরমিল থাকার কারণে উপজেলার আলীকদম, চৈক্ষ্যং , নয়াপাড়া এবং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের নির্বাচন তৃতীয় দফায় না হয়ে ষষ্ঠ দফায় হবে।

এদিকে বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, কুহালং ইউপি কমিশনের তৃতীয় ও চতুর্থ দফায় ঘোষিত তফসিল থেকে বাদ পড়ে যায়। তাই ষষ্ঠ দফায় আগামী জুন মাসে নির্বাচন হওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

সৈকত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।