কুমারখালীতে ৭ অবৈধ ইট ভাটায় অভিযান, ১৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:২৯ এএম, ২৪ জানুয়ারি ২০২৪

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালনা করায় ৭টি ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর পান্টির দুটি ও যদুবয়রা ইউনিয়নে চারটি ইট ভাটা বন্ধসহ জরিমানা করা হয়।

খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মমতাজ বেগম ও জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকা, খড়ি পোড়ানো ও সঠিক পদ্ধতিতে ভাটার কার্যক্রম পরিচালনা না করায় জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খুলনা পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় জরিমানাসহ সাতটি ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাবিবুল বাসার, পরিদর্শক নরেশ চন্দ্র বিশ্বাসসহ কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক হাবিবুল বাসার জানান, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। এগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইটভাটা পরিচালনার কোনো প্রকার নিয়মনীতি না মেনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। অবৈধ এসব ইটভাটা বন্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলায় প্রায় ২শ’র ওপরে ইট ভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ২২টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। অনিয়মতান্ত্রিকভাবে চলছে ১৭৮টি ওপর ইটভাটা।

আল-মামুন সাগর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।