সিরাজগঞ্জে হেরোইন রাখায় কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হেরোইন রাখার দায়ে লাল মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক আবুল বাশার মিঞা এ কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত লাল মিয়া উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জেবুন্নেছা জাগো নিউজকে জানান, ২০২২ সালের ১৩ মে উল্লাপাড়ার বিভিন্ন স্থানে মাদক দ্রব্য উদ্ধার অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ জানতে পারে উল্লাপাড়ার দক্ষিণপাড়া গ্রামে লাল মিয়ার বাড়িতে হেরোইন বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৯ গ্রাম হেরোইনসহ লাল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এ মামলার দীর্ঘ শুনানি শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এম এ মালেক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।