সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে প্রাণ গেলো রোহিঙ্গা যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৫ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ হয়েছেন আরও এক রোহিঙ্গা।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কুতুপালং মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/১৫ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রোহিঙ্গা নুর মোহাম্মদ (২৭) ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকের বাসিন্দা আবদুল নবীর ছেলে। এ সময় অসুস্থ হয়েছেন একই ক্যাম্পের ডি/৪৮ ব্লকের আবদুল হকের ছেলে জাবুল হক (২৭)। তাকে মুমূর্ষু অবস্থায় ক্যাম্পের অভ্যন্তরের আইওএম হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক ও পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, আশ্রয়শিবিরের অভ্যন্তরে শৌচাগার সংস্কার করার জন্য দুপুরের দিকে তারা সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। এ সময় শৌচাগারের ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ আইওএম হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন এবং জাবুল হককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, নুর মুহাম্মদের মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় সিআইসির নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।