লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেফতার
নোয়াখালীর চাটখিল থানার অস্ত্র মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম টেলুকে গ্রেফতার করা হয়েছে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে তাকে পশ্চিম করপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার টেলু পশ্চিম করপাড়া গ্রামের আরব আলী দরবেশ বাড়ির মৃত মন্তাজ মিয়ার ছেলে।
রামগঞ্জ থানা পুলিশ জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর নোয়াখালীর চাটখিল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ টেলুকে আটক করে। একইদিন তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। পরে তিনি জামিনে মুক্ত হন। ওই মামলায় ২০২৩ সালের ২৩ নভেম্বর নোয়াখালী আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। রায়ের দিন তিনি আদালতে উপস্থিত ছিলেন না। বুধবার (২৪ জানুয়ারি) রামগঞ্জ আদালতে টেলুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ পৌঁছায়। অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, টেলু গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। নির্দেশনা মোতাবেক আমরা তাকে গ্রেফতার করেছি। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত থেকে তাকে নোয়াখালী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ২০২০ সালে রামগঞ্জ-হাজিগঞ্জ সড়ক থেকে টেলুকে ইয়াবাসহ পুলিশ আটক করে। পরে আদালত তাকে কারাগারে পাঠালেও কিছুদিনের মধ্যেই তিনি জামিনে মুক্ত হন।
কাজল কায়েস/এনআইবি/এএসএম