২২ অস্ত্র ও মাইনসহ ৩ আরসা সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ আরসার তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উখিয়ার কুতুপালং লালপাহাড়ের গহীনে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে ২২ টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ ও চারটি মাইন জব্দ করা হয়।

আটকরা হলেন আরসার গান গ্রুপ কমান্ডার ওসমান প্রকাশ মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আটকদের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসেন। তার নেতৃত্বেই লাল পাহাড়ে আরসার এ গ্রুপটি আস্তানা গড়ে ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করে আসছিলো।

তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর চাপে পড়ে রোহিঙ্গাদের সশস্ত্র সান্ত্রাসী গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা বিভিন্ন পাহাড়ে আস্তানা করে ক্যাম্পে আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ সংঘটন করছিল। গোপন সংবাদ আসে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পেছনের লাল পাহাড়ে আস্তানা তৈরি করেছে আরসার গান গ্রুপ। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করতে থাকে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হঠলে ঘটনাস্থল থেকে তিন আরসা সদস্যকে আটক করা হয়। পরে তাদের আস্তানা তল্লাশি করে অস্ত্রগুলো জব্দ করা হয়।

সায়ীদ আলমগীর/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।