ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সুপারি পাচার সিন্ডিকেট, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৬ জানুয়ারি ২০২৪

শুকনো সুপারি ভারতে পাচারের সময় পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নাদীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—মো. হারুন হাওলাদার, মো. অলি হাওলাদার, মো. নূর নবী মাঝি।

এ ঘটনায় নেছারাবাদ (স্বরুপকাঠি) থানায় উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। এতে মঠবাড়ীয়া উপজেলার ১নং তুষখালী ইউপি চেয়ারম্যান মো. শাহ জাহান হাওলাদারসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, নেছারাবাদের সন্ধ্যা নদীতে বুধবার রাত পৌনে ১০টার দিকে দুটি ফিশিং বোটে করে সুপারি পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের সিগন্যাল উপেক্ষো করে বোট দুটি যেতে চাইলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে দুটি ফিশিং বোট থেকে এক হাজার ৮০ বস্তা শুকনা সুপারি জব্দ করা হয়। এসব সুপারি রাজস্ব ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত সুপারির আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

গ্রেফতার তিনজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, চার নম্বর আসামি শাহ জাহান হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন মালামাল কর ও শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচার করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পণ্যসামগ্রী পাচারের একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুপারি পাচার মামলার আসামি ইউপি চেয়ারম্যান শাহ জাহান হাওলাদার শুধু সুপারি নয়, নানা অবৈধ ব্যবসার সঙ্গেও জড়িত। এছাড়া বিভিন্ন পণ্য রাজস্ব ফাঁকি দিয়ে নৌপথে ভারতে পাচার করেন তিনি। আর এসব পাচারকে কেন্দ্র করে গড়ে তুলেছেন বিশেষ সিন্ডিকেট।

শাহ জাহান হাওলাদারের সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে মাদকসহ নানা ব্যবসা করার অভিযোগে মামলাও রয়েছে। এর মধ্যে সুপারি পাচারকাণ্ডে আটক মো. হারুন হাওলাদার, মো. অলি হাওলাদারের বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা নেছারবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর আমিন জাগো নিউজকে বলেন, সুপারি পাচারকালে আটক তিনজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ইউপি চেয়ারম্যানসহ মামলার অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।