হাতীবান্ধায় গরুবোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমিনরহাট
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪

লালমনিরহাটের হাতীবান্ধায় গরুবোঝাই ভটভটি উল্টে আফজাল হোসেন (৪৫) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নওদাবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আফজাল হোসেন হাতীবান্ধা উপজেলা টংভাঙ্গা এলাকার আব্দুর রহমান ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাংস ব্যবসায়ী আফজাল হোসেন (৪৫) পাশের চামটারহাট থেকে গরু কিনে ভটভটি করে আসার পথে সেটি উল্টে যায়। পরে তিনি ভটভটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গরুসহ ভটভটি উল্টে মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিউল হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।