বেনাপোল

চালের গুদামে অভিযান, তিন মালিককে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪

যশোরের বেনাপোলে তিনটি চালের গুদামে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারহানা ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বেনাপোল বাজারের ভূঁইয়া ট্রেডার্স, হাজি স্টোর ও লিপু এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব চালের আড়তে মূল্যতালিকা না থাকা, দাম বৃদ্ধিসহ চাল মজুতের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ফারহানা ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।