বনে ফিরে গেলো লজ্জাবতী বানর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লোকালয় থেকে উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর বনে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের ঔষধি বাড়িতে প্রাণীটি অবমুক্ত করা হয়।

এসময় রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান লস্কর, মাটিরাঙ্গা রেঞ্জের ফরেস্টার তৌহিদুর রহমান লিটন, ফরেস্ট গার্ড আক্কাছ আলী ও ফিরোজ শাহ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে দুপুরের দিকে মাটিরাঙ্গা রেঞ্জের বেলছড়ি পাঞ্জাবি টিলা থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান লস্কর বলেন, পাঞ্জাবি টিলা এলাকার এক নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে লজ্জাবতী বানরটি লোকালয়ে দেখতে পান। পরে তিনি স্থানীয় বন কর্মকর্তাকে খবর দিলে মাটিরাঙ্গা বন বিভাগের কর্মকর্তারা এসে বানরটি উদ্ধার করেন। পরে বন বিভাগের ঔষধি বাড়িতে এটি অবমুক্ত করা হয়।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ায় প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসে স্থানীয়দের হাতে লজ্জাবতী ধরা পড়ে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।