ওটিতে একই ওষুধ-যন্ত্র বারবার ব্যবহার, হাসপাতালকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় নিউ শমরিতা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে নানান অসঙ্গতি পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের মৌলভীপাড়ায় হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ। তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা।

ডা. শামীমা সুলতানা জানান, দেশব্যাপী চলমান স্বাস্থ্য অধিদপ্তরের অনিবন্ধিত ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ব্রাক্ষণবাড়িয়ায় হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে শহরের মৌলভীপাড়ায় নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টার এবং শিশু ও জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে (ওটি) ব্যবহৃত ওষুধ ও যন্ত্রপাতি পাওয়া যায়। এসব যন্ত্রপাতি একবারের বেশি কোনো রোগীর ক্ষেত্রে ব্যবহার করার নিয়ম নেই। কিন্তু ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি ও ওষুধগুলো বারবার ব্যবহার করা হচ্ছিল। তাছাড়া প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেছে। তাই হাসপাতালটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।