লাইসেন্স ছাড়াই চলছিল ডায়াগনস্টিক সেন্টার, প্রশাসনের সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:১৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪

নওগাঁয় লাইসেন্স ছাড়াই ল্যাব পরিচালনার অভিযোগে ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারের মালিককে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে ওই ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নওগাঁ শহরের চকএনায়েত এলাকায় অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ।

এসময় তিনি বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে গেলে ওই প্রতিষ্ঠানের মালিক নাজনীন নাহার নিসা লাইসেন্স সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এস এম রবিন শীষ আরও বলেন, এ অপরাধে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ অনুযায়ী তিন হাজার টাকা অর্থদণ্ড এবং ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে চাবি হস্তান্তর করা হয়েছে।

অভিযানে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মশিউর রহমান/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।