চেয়ারম্যান হতে পদ ছাড়লেন জেলা পরিষদ সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিতে সদস্য পদ ছাড়লেন মো. বিল্লাল মিয়া। তিনি ৩ নম্বর সাধারণ সদস্য।

বুধবার (৩১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এম মাহমুদুর রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এম মাহমুদুর রহমান বলেন, পদত্যাগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ ব্যাপারে মো. বিল্লাল মিয়া জানান, ৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করব। যার জন্য সদস্য পদ থেকে পদত্যাগ করলাম।

এর আগে ২০২২ সালের অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেন আল মামুন সরকার। ২০২৩ সালের ২ অক্টোবর তিনি মারা যান। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।