সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শ্রমিকের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মিজমিজি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মকবুল হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, শনিবার ওই এলাকার প্রবাসী মোকলেছুর রহমানের নির্মাণাধীন ভবনের বিদ্যুতের কাজ করার সময়ে তিনি বিদ্যুৎস্পষ্ট হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার আগেই মকবুল মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন জানান, ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে গিয়েছি। মৃত ব্যক্তির পরিবার থেকে মামলার কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। জিজ্ঞেস করা হলে জানিয়েছেন তারা মামলা করবে না। তবে আমরা একটি অপমৃত্যু মামলা করেছি।

রাশেদুল ইসলাম রাজু/এনআইবি/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।