প্রেমের বিয়ের ৬ মাসের মাথায় একসঙ্গে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রেমের বিয়ের ছয় মাসের মাথায় একসঙ্গে বিষাক্ত ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা শহরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

তারা হলেন, ওই এলাকার মৃত রফিক মিয়ার ছেলে সিয়াম (১৯) ও তার স্ত্রী শাহিনুর (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খালার দেবর সিয়ামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শাহিনুর। ছয়মাস আগে তারা গোপনে বিয়েও করেন। বিষয়টি উভয় পরিবার মেনে না নেওয়ায় অশান্তি বিরাজ করছিল। পরে সোমবার দুজন বিষাক্ত ট্যাবলেট (কেড়ি পোকার ট্যাবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা প্রথমে তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে শাহিনুর মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সিয়ামকে পথে সিদ্ধিরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সিয়ামের মরদেহ সিদ্ধিরগঞ্জ থানায় ও শাহিনুরের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।