বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো চুয়াডাঙ্গা ৬ বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

চুয়াডাঙ্গায় প্রায় বিপুল পরিমাণ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করে বিজিবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন।

jagonews24

লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। চোরাকারবারিরা সীমান্তের তারকাঁটা অতিক্রম করে যেন কোনোভাবেই বাংলাদেশে মাদক প্রবেশ করাতে না পারে সে বিষয়ে বিজিবির সৈনিকরা সর্বদা সতর্ক রয়েছেন। চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তে বিজিবির জোর টহলের কারণে মাদক ও চোরাচালান অনেক কমেছে। আমরা শুন্যে আনার চেষ্টা করছি। এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বিজিবি জানায়, পাঁচ হাজার ৮১৮ বোতল ফেনসিডিল, ১৩৫৯ বোতল মদ, দুই বোতল বেয়ার, ৫৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ৬৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুই হাজার ৫৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট, দুই হাজার ১৯৮ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ১০ কেজি হেরোইন আগুন দিয়ে পুড়িয়ে ও রুলার মেশিন দিয়ে বোতল ভেঙে ধ্বংস করা হয়।

jagonews24

২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত এক বছরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন, বিজিবির উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান ও মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী। এছাড়াও বিভিন্ন অসামরিক লোক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।