দেবরের গোপনাঙ্গ কেটে বাবার বাড়ি চলে গেলেন ভাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচিতে হেলাল উদ্দিন (১৮) নামের এক তরুণের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার ভাবির বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনগত গভীর রাতে বেলকুচি পৌরসভার চালা মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত হেলাল উদ্দিনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বেলকুচি পৌরসভার কাউন্সিলর হাফিজুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত হেলাল উদ্দিনের মা দেলোয়ারা বেগম বলেন, ‘মঙ্গলবার রাতে আমি বাড়িতে ছিলাম না। নাতি অসুস্থ থাকায় তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। বাড়িতে বড় ছেলের বউ আর আমার ছোট ছেলে ছিল। পরের দিন সকালে বাড়িতে গিয়ে শুনি বড় ছেলের বউ ব্লেড দিয়ে আমার ছোট ছেলের গোপনাঙ্গ কেটে দিয়েছে। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে।’

এ ঘটনার পর বড় ছেলের বউ তার বাবার বাড়ি চলে গেছেন। ঘটনাটি নিজেদের মধ্যে হওয়ায় পারিবারিকভাবে সমাধান করবেন বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, বিষয়টি লোকমুখে শুনলেও কেউ অভিযোগ করেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।