সিরাজগঞ্জে ৯ ইটভাটায় অভিযান, জরিমানা ৪৭ লাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

সিরাজগঞ্জে অনুমোদনহীন ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে মালিকদের ৪৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার রায়গঞ্জ উপজেলার আটটি ও তাড়াশ উপজেলার একটি ইটভাটায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার তথ্য রয়েছে। তালিকা অনুযায়ী এসব ভাটায় অভিযান চালানো হচ্ছে। জরিমানা করা ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব ইটভাটা নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।

এসময় সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুকন মিয়া, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।