রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০৯:০১ এএম, ১০ এপ্রিল ২০১৬
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের মাদরাসা ছাত্র মো. সোহেল মুন্সি (১৮) খুলনায় খালা বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সোহেল মুন্সি রাজাপুরের পূর্ব পুটিয়াখালি দারুস সালাম ফাজিল মাদরাসার ফাজিল (ডিগ্রি) প্রথম বর্ষের ছাত্র ও পুটিয়াখালি গ্রামের হাবিবুর রহমান মুন্সির ছেলে।

জানা গেছে, সোহেল কয়েকদিন আগে খুলনায় খালা বাড়ি বেড়াতে যায়। সেখানে রোববার দুপুরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের স্পর্শে অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ রাজাপুরের গ্রামের নিয়ে নিয়ে আসার প্রস্তুতি চলছে।                     

আতিকুর রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।