যশোর রেলস্টেশনে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪

যশোরে জুম্মান (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বুত্তরা। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুম্মান শহরের শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে।

নিহতের ভাই মামুন হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকার স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অফিসের সামনে দুর্বুত্তরা জুম্মানকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাতে হত্যা করেছেন।

এদিকে, জুম্মানের মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা যশোর জেনারেল হাসপাতালে ভিড় করেন। এসময় স্বজনদের আহাজারিতে গোটা এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

jagonews24

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান জানান, হাসপাতালে আনার আগেই জুম্মানের মৃত্যু হয়েছে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপান কুমার সরকার জানান, দুর্বৃত্তরা জুম্মানকে কুপিয়ে জখম করার পর স্থানীয়রা তাকে যশোর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘নিহত জুম্মানের বিরুদ্ধে থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ ১৫টির মতো মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাসীদের তালিকায় তার নাম রয়েছে। যেকোনো একটি পক্ষের হাতে তিনি খুন হতে পারেন বলে ধারণা করছি। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান শুরু হয়েছে।

পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ আমরা সংগ্রহ করেছি। বেশকিছু ক্লু পেয়েছি। এগুলো যাচাই-বাছাই চলছে। শিগগির রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।