টাঙ্গাইলে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০২:৩২ পিএম, ১০ এপ্রিল ২০১৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর হোসেন ব্যাপারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আরো চারজন গুরুতর আহত হন। রোববার সন্ধ্যায় উপজেলা সদরের বাবনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আওলাদ ব্যাপারী (৪৫), মো. সোহেল (২২), জোমেলা বেগম (৬০) ও আলতাফ হোসেন ব্যাপারী (৪২)। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আওলাদ ব্যাপারী ও সোহেলকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের সহায়তায় এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন দুলাল ব্যাপারী (৫৫), আওয়াল ব্যাপারী (৫২), মিজান ব্যাপারী (৪৫), আলাই ব্যাপারী (৩০), রিপন (২২), জীবন (১৮), ও নাজমুল (১৮)।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধে সন্ধ্যায় নাগরপুর উপজেলার প্রাণ কেন্দ্র বাবনাপাড়া (ব্যাপারীপাড়া) গ্রামে মৃত নূর মোহাম্মদের ছেলে দুলাল ব্যাপারীর সঙ্গে চাচা নূর হোসেন ব্যাপারীর সংঘর্ষ বাধে।

এক পর্যায়ে দুলাল ব্যাপারী তার ভাইদের নিয়ে নূর হোসেন ব্যাপারীর পরিবারের উপর সশস্ত্র হামলা চালায়। এতে নূর হোসেন ব্যাপারী, স্ত্রী জোমেলা বেগম, ছেলে আওলাদ ব্যাপারী, আলতাফ ব্যাপারী ও নাতী সোহেল ব্যাপারী গুরুতর আহত হয়।

আহতদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নূর হোসেন ব্যাপারী, আওলাদ ব্যাপারী ও সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূর হোসেন ব্যাপারী মারা যান।

এ ব্যাপারে নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সাতজনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়াধীন রয়েছে চলছে।

এআরএ/পিআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।