নেত্রকোনায় বিকাশ এজেন্টের ৩০ লাখ টাকা ছিনতাই
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিকাশ এজেন্ট আবদুল হান্নানকে মারপিট করে ৩০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা-মুক্তির বাজার সড়কের টেঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তিনি কলমাকান্দার স্টেডিয়াম রোডের আবু তালেবের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবদুল হান্নান নেত্রকোনা থেকে বিকাশ এজেন্টের ৩০ লাখ টাকা নিয়ে পুলিশি নিরাপত্তা ছাড়া একাই মুক্তির বাজার হয়ে মোটরসাইকেলে করে কলমাকান্দায় যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে মারপিট এবং টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এরপর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ময়মসনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমানিক জাগো নিউজকে জানান, টাকা ছিনতাই হওয়ার কথা শুনেছি। তবে এতো টাকা নিয়ে একা যাওয়ার বিষয়টি ঠিক নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কামাল হোসাইন/এআরএ/এবিএস