পাঁচ লাখে বিক্রি ২৫ কেজির সেই জাভা ভোল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ধরা পড়া ২৫ কেজি ওজনের জাভা ভোল মাছটি ৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মোংলা বন্দরের ব্যবসায়ী বেলায়েত সরদার মাছটি কিনে নেন।

এর আগে রোববার মালঞ্চ নদীর ফিরিঙ্গি এলাকায় শুকুর আলী নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম।

আরও পড়ুন: সুন্দরবনে জেলের জালে ২৫ কেজি জাভা ভোল, দাম উঠলো পৌনে ৪ লাখ

শুকুর আলী জাগো নিউজকে বলেন, কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে মাছের দাম বলে তিন লাখ ৭৫ হাজার টাকা। তবে এটির দাম আরও অনেক বেশি হওয়ায় আমি তখন বিক্রি করিনি। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে মোংলা থেকে মাছ ব্যবসায়ী বেলায়েত সরদার আমার সঙ্গে যোগাযোগ করে মাছটি কিনে নেন।

বেলায়েত সরদার জাগো নিউজকে বলেন, জাগো নিউজের মাধ্যমে জানতে পারি এক জেলে বড় একটি মাছ পেয়েছেন। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সেটির দাম অর্ধেক বলেছেন। পরে আমি জেলের সঙ্গে কথা বলে মাছটি কিনি।

তিনি বলেন, জাভা ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। ঔষধিগুণের কারণে এ মাছের এতো দাম। বিদেশি ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। জাভা ভোল মাছের বিভিন্ন অঙ্গ দিয়ে ক্যানসারসহ নানান রোগের ওষুধ তৈরি করা হয়।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।