চাঁদপুরে ফুটপাত দখল করায় ১৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড
চাঁদপুরে ১৪ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ।
তিনি বলেন, অবৈধ দখলের সঙ্গে জড়িত ১৪ ব্যবসায়ীকে স্থানীয় সরকার আইনে ৩১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় বাজারে শৃঙ্খলা ফেরানোর জন্য সব ব্যবসায়ী, ইজারাদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদ অনুরোধ করা হয়।
শরীফুল ইসলাম/আরএইচ/এমএস