বান্দরবান ছাত্রলীগের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি
বান্দরবান জেলা ছাত্রলীগের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের ১০ মাস পর রোববার রাতে বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে সহ-সভাপতি পদে ১৫ জনের নাম অনুমোদন করা হয়েছে। তারা হলেন মো. ইসমাইল, মো. নাজমুল হোসেন বাবলু, মো. রেজাউল করিম, আশীষ বড়ুয়া, সাইফুদ্দীন মোহম্মদ বাবলু, মো. জসিম উদ্দিন (১), সৈকত দাশ, ক্যাচিং অং মারমা, মো. জসিম উদ্দীন (২), এম এহছানুল হক লিটন, মো. আফতাব উদ্দিন শাহীন, মোস্তফা জামান রাশেদ, থাংখামলিয়ান বম, মং সুইহ্লামা চৌধুরী (মংক্যহ্লা) ও উমেনু মার্মা।
যুগ্ম সাধারণ-সম্পাদক পদে যারা হলেন উসিং হাই রবিন বাহাদুর, কাজী সাফায়েত হোসেন সাফু, টিপু দাস, মো. সাইদ হাসান তানিম, আশীষ তংঞ্চঙ্গ্যা, মো. আক্তার হোসেন শিবলু, আব্দুল মুবিন ও মো. হান্নান।
বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
সৈকত দাশ/বিএ