‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’—স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাগেরহাট প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মো. ফখরুল হাসান।

প্রেসক্লাবের সহসভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি আইনজীবী শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, সাধারণ মীর জায়েসী আশরাফী জেমস প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড়-জলোচ্ছ্বাস এলে সুন্দরবন রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে।

২০০২ সাল থেকে উপকূলীয় বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংগঠন দিবসটি পালন করে আসছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।